Monday, January 14, 2013

কী-লগিং বা হ্যাকিং থেকে বাঁচার মত একটি সফটওয়্যার

কিছু টিপস কি ভাবে বাঁচবেন কী-লগার এর হাত থেকে,এবং করনীয়

Keyscrambler কে নিয়ে লিখতে গেলে কান টানলে যেমন মাথা আসে সেই অবস্তা হবে আমার তারপর ও আমার এই ক্ষুদ্র জ্ঞানে যত টুকু সম্বভ হয় আপনাদের কে সংক্ষপে বুজাতে চেষ্টা করবো, Keyscrambler কে এই জন্যই ব্যাবহার করা হয় যাতে আপনার পিসি থেকে কোন তথ্য বাইরের কোন কী-লগার সেন্ড কারীর হাতে গিয়ে না পোঁছে বা বিকৃত করে দেওয়া…
এবার বলি কী-লগ কি এবং কেন এর ব্যাবহার করে,দিন যতই যাচ্ছে ততই প্রযুক্তি তে যুক্ত হচ্ছে নিত্যনতুন হুমকি এবং যেমন হুমকি ও তৈরী হচ্ছে তেমনি তাকে প্রতিরোধ এর ব্যাবস্তা ও তৈরী হচ্ছে, অনেক আগে মানুষ সাধারণত বিভিন্ন ব্যাংক একাউন্ট বা বিভিন্ন তথ্য এবং মেইল একাউন্ট হ্যাকিং করার জন্য ব্যাবহার করত বিভিন্ন ধরনের হ্যাকিং টুল যেমন আপনাকে মেইলের মাধ্যমে ইনভাইট করা হত
বিভিন্ন অফার দিয়ে আপনি সেই মেইল টি খুলে ফাইলটি ডাউনলোড করা মাএ আপনার সব কিছু চলে যেত সেই মেইল সেন্ড কারীর একাউন্টে, ফলাফল আপনি হ্যাকিং এর শিকার, এবং এই নিয়ে অনেক জল্পনা কল্পনা যখন হয়ে গেলে আর বিভিন্ন মেইল তখন তাদের মেইল সার্ভারে যুক্ত করল বিভিন্ন ধরনের এন্টি-ভাইরাস সফটওয়্যার, এবং এই ধরনের মেইল যখন আপনি খুলতে ছাইবেন কিছু সংখ্যাক মেইল সার্ভার আপনাকে ভাইরাস বলে জানান দিয়ে দেন,আবার কিছু সংখ্যাক মেইল বলে দেন এটা ভাইরাস আপনি খুলবেন না এই ফাইলটি, এই ভাবে মানুষ ভিব্রান্ত হতে হতে এক সময় অনেকই এবং বলতে গেলে সবাই সজাগ ও হয়ে যান
তাই এবার হ্যাকারগন সুবিধা করতে না পেরে তারা অন্য উপায় খুজে নিল এবং এতে ও তারা বলতে গেলে সফল হয়ে ছলেছেন…আপনাকে এবার তারা মেইল+ বিভিন্ন সফটওয়্যার এর সাথে বা ইমেইলে আপনাকে লোভনিয় অফার করে বলা হচ্ছে বা হবে, যে আপনি লন্ডন এ ফ্রি অফার পেয়েছেন নামীদামী হোটেলে তাদের কম্পিউটার এ আপনার মেইল আইডি ইউনার হয়েছে,আপনাকে একটাকা ও দিতে হবেনা এই নিয়ে বিশদ বিবরণ দেওয়া আছে এই ফাইলটির মাজে আপনি এটা দেখুন,এবার আপনি তো অবশ্যই খুলবেন এবং অফার টা বেশ ভালোই তাই ফাইলটা ভাইরাস না কি তখন আর আপনার হুশ থাকেনা আপনি বেপরোয়া ভাবে সেটা ডাউনলোড করে ওপেন করা মাএই,
আপনি তার টার্গেটে বা তার আক্রমণের শিকার হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু আপনি মোটে ও অনুমান ও করতে পারবেন না, এবার দ্রুত ভাবে বা ধিরে আপনার মেইল একাউন্ট বা ব্যাংক একাউন্ট এবং আপনি কীবোর্ড এ কি কি টাইপ করছেন সেটা ছলে যাচ্ছে ওই মেইল সেন্ড কারীর মেইল একাউন্টে বা তার যুক্ত সার্ভারে এ ক্ষেএে বেশির ভাই সার্ভার ই ব্যাবহার হয়ে থাকে, এবং কিছু কিছু সফটওয়্যার এমন ও আছে সম্পূর্ণ ডাটা রেকর্ড করে ও তার কাছে পাটীয়ে দেওয়া হয়, যেমন আপনি কোন কোন সাইট গুল ভিজিট করলেন এতে কি কি ব্যাবহার করলেন বা লিখলেন,ইত্যাদি।
এবার আসি সফটওয়্যার নিয়েঃ সফটওয়্যার নিয়ে ঘাঁটাঘাঁটি করতে কার না ভাল লাগে,কারন সবাই তো রহস্য উদ্ঘাটন করতে চাই বা নতুন একটি সফটওয়্যার পেলে সেটার বিষয়ে বিস্তারিত না যানা পর্যন্ত ঘুম হয়না, সেটা অবশ্য আমার কথাই বলছি, তাই আপনাকে ভিবিন্ন সফটওয়্যার এর মাধ্যমে ও তারা সেটা সেন্ড দিতে পারে এবং অহরহ দিয়ে যাচ্ছে কারন এতে নতুন বা পুরনো পিসি ব্যাবহার কারিদের
ফাঁদে বা ভিব্রান্ত করা একদম সহজ আপনাকে বলা হল আপনার সফটওয়্যার এর সিরিয়াল কী এই ফাইলটির ভিতরে প্রবেশ করে সেটা ওপেন করুন এবং সিরিয়াল কী পাবেন, এবার আপনি নিশ্চয় তাই করবেন যেহেতু সফটওয়্যার পেয়ে গেছেন এবং সেটা দেখলেন ভালই তাই সিরিয়াল কী ও নিয়ে নেই, তাই সেটা ওপেন করলেন এবং বিনিময়ে ধরা খেয়ে গেলেন ফলাফল, উপরে লিখেছি, এখন আপনার সব কিছু সেন্ড হয়ে যাচ্ছে অটোম্যাটিক তাদের সার্ভারে,
এবার আসুন কি ভাবে তার জন্য প্রতিরোধ ব্যাবস্তা গড়ে তুলতে পারি সে বিষয়ে আলাপ করি, কিছু কিছু এন্টি-ভাইরাস আছে এই সমস্ত ফাইল যখন আপনার সিস্টেমে গেড়ে বসে তারা একদম চুপচাপ থাকে মনে হয় রক্ষক ই ভক্ষক তাই এর থেকে বা এমন ধরনের কার্যকলাপ থেকে রক্ষা পাওয়ার জন্যই আমার আজকের সফটওয়্যার টি কাজে দেবে,এই সফটওয়্যার টি ব্যাবহার করলে আপনি যদি ও এই ধরনের ফাঁদে পড়ে যান কোন ভয় নেই, সে একটা দেওয়াল তৈরী করে রাখবে
আপনার জন্য সেটা সুস্ত বা অসুস্ত সবসময়ের জন্য, তাই আমি আমার নিরাপত্তার জন্য তাকে ব্যাবহার করি, এবং আপনারা ও করতে পারেন,
এবং সে প্রতি সেকেন্ড বা মিনিটে আপনাকে প্রটেকশন দিচ্ছে কিনা সেটা ও জানাবে
তাই এই সফটওয়্যার টি ব্যাবহার করবেন এতে মংগল হবে আপনার নিরাপত্তার জন্য।
এবার এই সফটওয়্যার বা কোন কিছু ছাড়া কি ভাবে বাঁচবেন, এই সমস্ত জালিয়াতির হাত থেকে তাই নিয়ে কিছু টিপস দিয়ে দেই, মেইলের বিষয়ে লিখছি প্রথমে,আপনার ই-মেইলে যদি অছেনা অজানা/বা যানা  কোন ব্যাক্তির মেইল পান বা আসে বিভিন্ন অফার নিয়ে সে ক্ষেএে আপনি মেইল টি দেখতে পারেন পড়তে পারেন ( তবে না দেখাই ভাল ) বাট কোন ফাইল ডাউনলোড করবেন না,কারন আপনার সর্বনাশের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন অন্য কেউ নন, আর মাজে মাজে আপনার চেনা যানা ব্যাক্তির নাম দিয়ে আসতে পারে সে ক্ষেএে ও জাছাই বাছাই করে তারপর বর্তমানে এমন কিছু সফটওয়্যার আছে যা দিয়ে যে কোন ব্যাক্তির নামে মেইল সেন্ড দেওয়া যায়, আবার বলি যদি কখনো আপনি হ্যাকিং এর শিকার হয়ে যান, যদি হ্যাকিং কারি আপনার মেইল পাসওয়ার্ড বদল না করেন বা যদি ও করে ফেলেন  শুধুমাএ পাসওয়ার্ডটি সে ক্ষেএে আপনি যদি মেইলে প্রবেশ করতে পারেন তাহলে সাথে সাথে আপনি আপনার Alternative Email Or সিক্রেট প্রশ্ন গুলো কে অবশ্যই বদল করে দেবেন বা যদি মেইলে প্রবেশ করতে না পারেন তাহলে ও Alternative Email Or সিক্রেট প্রশ্ন গুলো বা জন্ম তারিখ দিয়ে চেষ্টা করবেন প্রবেশ বা লগইন করার জন্য যদি করতে পারেন তাহলে  সব কিছু বদলে দেবেন অবশ্যাই তবে এ ক্ষেএে সফলতা ০% কারন হ্যাকার গণ তারা কোন মেইল একাউন্টের পাসওয়ার্ড পাওয়া মাএই তারা ও এই কাজ গুল করে নিতে ভুলেন না,
এবং সবসময় মোবাইল ভেরিফেকশন ব্যাবহার করবেন এ ক্ষেএে পাসওয়ার্ড কেউ পেয়ে গেলেও লগইন করতে পারবেনা ভেরিফেকশন কোড ছাড়া, এবং যদি ভেরিফেকশন বিহিন কোন মেইল ব্যাবহার করেন তাহলে সেই মেইলের Alternative Email Or সিক্রেট প্রশ্ন দিবেন আপনার মোবাইল ভেরিফেকশন করা মেইল টি এতে
হ্যাকিং কারি কিছুটা নাকানি ছুবানি খাবেন, এবং অধৈর্য  হয়ে যাবেন।

এবার বলছি সফটওয়্যার নিয়েঃ এমন কোন সফটওয়্যার যদি আপনার বিশেষ প্রয়োজন পড়ে সে ক্ষেএে আপনি যদি অদক্ষ হন নেটে তাহলে প্রথমে আপনজন বা নেটে কোন বন্দু থাকলে তার সাহায্য কামনা করবেন,জদি তার থেকে ও কোন হেল্প না পান বাট আপনার সফটওয়্যার টি জরুরি হয়ে পড়েছে মাস্ট দরকার,তখন আপনই গুগল থেকে নিন,এবং তাও অত্যান্ত নিরাপত্তা নিয়ে নেবেন যেমন যে সফটওয়্যার টি আপনার দরকার আপনি গুগলে যখন সার্চ করবেন প্রথম বা দ্বিতীয় লাইনে সেই সফটওয়্যার এর মেইন ওয়েভসাইট আসবে এবং আপনি যে সফটওয়্যার টি ডাউনলোড করতে যাচ্ছেন দেখুন এই সাইট টি আপনার সফটওয়্যার এর মুল সাইট কিনা যদি মুল সাইট হয় তাহলে সাইট ভিজিট করুন এবং এখান থেকে ডাউনলোড করুন, এতে কোন সমস্যা নেই কিন্তু আপনি যদি বিভিন্ন ব্লগ বা আদার সাইটে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে এখানে সফটওয়্যার + সিরিয়াল দেওয়া আছে সে ক্ষেএে ভুলে ও সেখানে যাবেন না বা কোন ফাইল ডাউনলোড করবেন না এতে আপনার জন্য বিপদ এবং শিকার হয়ে যাবেন আপনি কী-লগিং বা হ্যাকিং এর,তবে সফটওয়্যার এর মেইন সাইট থেকে আপনি ফ্রি ভার্সন অবশ্যই পাবেন এবং তা দিয়েই আপনি কাজ ও করে ফেলতে পারবেন এবং কখনো কোন সফটওয়্যার নিয়ে ব্যাবসা কারি প্রতিষ্ঠান বা সাইট এমন করে নাই বা করবে ও না,তারা পারলে আরও আপনাকে সুরক্ষা দিতে চাইবে।
এবার প্রশ্ন থাকতে পারে তাহলে এমন যদি হয়? কিভাবে নেট থেকে ফাইল ডাউনলোড বা শেয়ার করবো হ্যাঃ বন্দুরা সে ক্ষেএে আপনি যে ব্লগ থেকে বা সাইট থেকে সফটওয়্যার নেবেন বা ডাউনলোড করবেন আপনি আগে তার প্রতি কতটুকু বিশ্বাস আছে বা সে কেমন ধরনের লোক পূর্বে সে এমন কিছু করেছে কিনা বা তার ধারা আপনি পূর্বে কোন ক্ষতির মুখোমুখি হয়েছেন কিনা এমন যদি না হয় তাহলে আপনি তার শেয়ার করা ফাইল নির্ভয়ে ডাউনলোড করে নিন, কোন সমস্যা নেই এই গ্যারান্টি আমি দিলাম,যেমন আমি আপনাদের সাথে বা এখানে যতগুল ফাইল আমি শেয়ার করেছি বা আরও করে যাব আমি ও এগুল ভিবিন্ন ভাল ভাল নামি দামি ব্লগার থেকে সংগ্রহ করে থাকি আর আমার সেই সাইট এবং লিখক এর প্রতি আমার বিশ্বাস আছে এবং থাকবে সে ক্ষেএে আমি ও অনেক সাবধানতা অবলম্বন করে নেই, এবং কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতে হবে সেটা অনেক সাবধানতার সহিত  সেটা আপনি ভাল জানেন, এ ক্ষেএে আপনি আপনার বিশস্ত ব্লগার থেকে ফাইল নিতে পারেন, এবং আজকাল যত ফাইল শেয়ার করা হয় তার
মাজে অনলি ১৩% ফাইল শেয়ার হয় সিরিয়াল কী দিয়ে আর বাকি গুলো হয় কী-জেন বা কী মেকার দিয়ে, তাই কী-মেকার বা কী-জেন ফাইলটি ডাউনোড হওয়া মাএ আপনার এন্টি ভাইরাস,ভাইরাস ভাইরাস বলে ছিল্লায়,বাট সময় মত সে ছুপ থাকে এ জন্য বিসস্ত ব্লগার এর ফাইল ডাউনলোড করলে আর জুকি থাকেনা এবং আমি ও তাই করি, যদি ও আমার এন্টি ভাইরাস ফাইল গুলকে ভাইরাস বলে শনাক্ত করে আমি বলি ছুপ হয়ে বসে থাক, যাক অনেক কথা বার্তা বলেছি ভুল হলে ক্ষমার চোখে দেখবেন এবং দেখতেই পাচ্ছেন অনেক বড় লিখা লিখেছি
অনেক অংশে হয়ত বানান ভুল থাকতে পারে শুধরে নেবেন আশা করি

এখানে দেখুন দেখা যাচ্ছে যে ” Keyscrambler protection is Active” তাহলে বুজা যায়
আমার সিস্টেম এখন নিরাপদ।



এবার এখানে দেখুন এটা আপনার টাস্কবারে সবসময় সক্রিয় থাকবে আপনি চাইলে তাকে
সক্রিয় এবং নিস্ক্রিয় করতে পারেন মাউস দিয়ে ক্লিক করে
http://www.mediafire.com/?za3vwrrx15y3c9k

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.