Monday, January 14, 2013

আপনার কিবোর্ড কে রক্ষা করুন দুষ্টু পোলাপান দের থেকে

 

তাই প্রথম দিনেই আপনাদের উপহার দিতে চাই ছোট্ট একটা কাজের সফটওয়্যার, যার নাম Key Freeze.
এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এটার Details:
Name: Key Freeze
License: Freeware (অর্থাৎ লাইসেন্স কি-এর বিন্দু মাত্র ঝামেলা নাই)
Version: 1.0.0.1
Size: ৫০০ KB
OS: Windows all
Key Features: এটা কেবল মাত্র আপনার কি-বোর্ড ও মাউস কে ব্লক করবে (কম্পিউটার on থাকাকালীন), যাতে অন্য কেউ আপনার আনুপস্থিতি তে আপনার কম্পিউটার ব্যাবহার করতে না পারে, তা ছাড়া আপনার বাড়িতে কোন বাচ্চা থাকলে, যখন তখন কি-বোর্ড-এর পেটানি খাওয়ার ভয় থাকে, তাও থাকবে না।
বি.দ্র.: কি-বোর্ড ও মাউস আনব্লক করার জন্য  Alt+Ctrl+Delete, তারপর  Esc চাপতে হবে।
keyfreeze.com/setup.exe

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.