তাই প্রথম দিনেই আপনাদের উপহার দিতে চাই ছোট্ট একটা কাজের সফটওয়্যার, যার নাম Key Freeze.
এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এটার Details:
Name: Key Freeze
License: Freeware (অর্থাৎ লাইসেন্স কি-এর বিন্দু মাত্র ঝামেলা নাই)
Version: 1.0.0.1
Size: ৫০০ KB
OS: Windows all
Key Features: এটা কেবল মাত্র আপনার কি-বোর্ড ও মাউস কে ব্লক করবে (কম্পিউটার on থাকাকালীন), যাতে অন্য কেউ আপনার আনুপস্থিতি তে আপনার কম্পিউটার ব্যাবহার করতে না পারে, তা ছাড়া আপনার বাড়িতে কোন বাচ্চা থাকলে, যখন তখন কি-বোর্ড-এর পেটানি খাওয়ার ভয় থাকে, তাও থাকবে না।
বি.দ্র.: কি-বোর্ড ও মাউস আনব্লক করার জন্য Alt+Ctrl+Delete, তারপর Esc চাপতে হবে।
keyfreeze.com/setup.exe
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.